
আশাশনি প্রতিবেদক: আশাশুনির কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেজার নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। নবনির্বাচিত নির্বাহী চেয়ারম্যানকে আশাশুনিবাসীর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব মোঃ অলিউর রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানিয়েছেন। ২১ জুন ০৫.০০.০০০০.১৪৬.০৩.০০৫.১৯.২৭৩ নং স্মারকে প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ৬ জুলাই হতে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ প্রদান করা হয়েছে। উপজেলার দরগাহপুর গ্রামের কৃতি সন্তান শেখ ইউসুফ হারুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আশাশুনি উপজেলার ও দরগাহপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশা, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।