
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিভিন্ন সংগঠন, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে পৃথক পৃথক এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে ও পিআইও সোহাগ খানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও মীর আলিফ রেজা। সভায় বিদায়ী অতিথির সহধর্মিনী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সহাকরী প্রোগ্রামার আক্তার ফার”ক বিল্লাহ, কাননগু অর”ন কুমার দত্ত, সার্ভেয়ার অমল ঘোষ, ভূমি অফিসের প্রধান সহকারী আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রণজিৎ কুমার, ইউএনও অফিসের অফিস সহকারী আঃ রশিদ, ড্রাইভার তুলসী আঢ্য প্রমুখ বক্তব্য রাখেন। পরে পর্যায়ক্রমে জাতীয় মৎস্যজীবি সমিতি, নৃতাত্বিক আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতি ও উপজেলা এনজিও ফোরাম বিদায়ী ইউএনও কে বিদায় সংবর্ধনা প্রদান করেন।