
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনির কোদন্ডা গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রজব আলী গাজী আর নেই (ইন্না লিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার বার্ধক্যজনিত কারনে খুলনায় পুত্রের বাসায় মৃত্যুবরণ করেন তিনি। এদিন আসরবাদ কোদন্ডা গ্রামে নিজ বাড়ীতে রজব আলী গাজীর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মাওঃ আমিনুর রহমান। জানাযায় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, শিল্পপতি সরোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি জি.এম আল ফারুক, শ্রমিক লীগ নেতা ঢালী মোঃ সামছুল আলম, ইউপি সদস্য আব্দুস ছাত্তার গাজী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ পুত্র ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। প্রয়াত রজব আলী গাজী দীর্ঘ ৩৬ বছর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।