
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার ৫ ইউনিয়নে ৭ জন গ্রাম পুলিশ ও দফাদারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, ওসি গোলাম কবির, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহরাব হোসেন ও ৫ ইউনিয়ন পরিষদের ৫ জন ইউপি চেয়ারম্যান পরীক্ষা পরিচালনা করেন। ৭টি পদে ৩৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে ৭ জন সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রার্থীকে দফাদার ও গ্রাম পুলিশ পদে নির্বাচিত করা হয়।