
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০টি গাঁজা গাছসহ একজনকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন হোসেন ও পিএসআই নুর মোহাম্মাদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের আশুতোষ সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৬০) কে তার বসত বাড়ির দক্ষিন পার্শ্বে নিজ জমিতে লাগানো ৫০টি ছোট বড় গাঁজা গাছ সহ আটক করেন। পরে এ সংক্রান্ত আশাশুনি থানায় ১০ নম্বর মামলা রুজু করে আটককৃত আসামীকে বিকালে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।