
আশাশুনি ব্যুরো: আশাশুনির কুল্যা ইউনিয়নের হামকুড়া জলমহল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভ থেকে বালি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫টি ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞ একক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এ মালামাল জব্দ করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৫টি ড্রেজার মেশিন, আনুমানিক ১১০ পিচ ৪ ইঞ্চি পিভিসি পাইপ, ৩২টি প্লাস্টিকের ড্রাম, ৪ ইঞ্চি রাবার পাইপ ৮টি, বাশের চালি ৫টি, কপিকল মেশিন ২টি ও ৪টি ছোট ড্রাম জব্দ করা হয়। এসময় মালামালের মালিকদের সেখানে পাওয়া যায়নি।