
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে পিএসআই সঞ্জীব সমদ্দার অভিযান চালিয়ে নিয়মিত মামলা ২২(১১)১৯ এর আসামী দক্ষিণ বড়দল গ্রামের ভুধর মন্ডলের পুত্র হরিপদ মন্ডলকে গ্রেফতার করেন। এএসআই শাহজামাল জিআর-৪৮/১৫ আসামী মধ্যম বড়দল গ্রামের মৃত পিয়ার সরদারের পুত্র ইশারত আলি সরদারকে গ্রেফতার করেন। এএসআই কবির হোসেন সিআর-১৭৯৭/১৯ আসামী বিছট গ্রামের মর আলি মোড়লের পুত্র সাদ্দামকে, এএসআই নাজিম উদ্দীন সিআর-৫৭/১৪ আসামী জালিয়াখালী গ্রামের ময়নুদ্দিন গাজীর পুত্র সলক মনিকে গ্রেফতার করেন।