
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনিতে ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই পীযুস কান্তি ঘোষ ও এএসআই জয়নাল মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার প্রতাপনগর অভিযান চালায়। এ সময় মাদক বিক্রি করা কালিন ওই ইউনিয়নের হিজলিয়া গ্রাম থেকে পেশাদার মাদক ব্যবসায়ী বকচর গ্রামের আফসার গাজীর ছেলে নজরুল গাজী ও আনুলিয়া গ্রামের খোকন গাজীর ছেলে মনিরুল গাজীকে আটক করেন। পরে তাদের হেফাজতে থাকা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানায় ০৯(০৯)১৯ নং মামলা দায়ের করে সোমবার তাদেরকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।