
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার সকল ইউনিয়নে আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার এবং ৩০ অক্টোবর শনিবার কোভিড-১৯ গণ টিকা ২য় ডোজ কার্যক্রম পরিচালনা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার জানান, উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে সিনোফার্ম/ভিরোসেল এর ২য় ডোজ টিকা প্রদান করা হবে। পূর্বে যারা ঐ টিকার ১ম ডোজ গ্রহণ করেছেন শুধু মাত্র তাদেরকে টিকার ২য় ডোজ প্রদান করা হবে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার শোভনালী, বুধহাটা, কুল্যা, দরগাহপুর, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে টিকা দেওয়া হবে। ৩০ অক্টোবর শনিবার আশাশুনি, বড়দল, শ্রীউলা, খাজরা, কাদাকাটি ইউনিয়নে টিকা দেওয়া হবে।