বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনিতে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রোগ্রাম অফিসার আক্তার ফারুক বিল্লাল, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে স্কুল শিক্ষক, ছাত্রছাত্রীরা কবিতা আবত্তি করন। এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও পরমান্য চিত্র প্রদর্শন করা হয়।