
আশাশুনি প্রতিবেদক: সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলায় পুনরায় করোনা টিকাদান শুরুর ২য় দিনে ২২৪ জনকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে ২২৪ জনকে টিকা দেওয়া হয়।
এদিন হাসপাতালে আগত পূর্বেই নিবন্ধনকৃত ২২৪ জনকে টিকা প্রদান করা হলেও অনেককে টিকা না নিতে পেরে বিফল মনোরথ হয়ে ফিরতে হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়। কিন্তু আগে নিবন্ধনকৃত ব্যক্তি যাদের কোন ম্যাসেজ আসেনি, আবার অনেকে টিকা না নিলেও তাদের টিকা দেওয়া হয়েছে, এমন ম্যাসেজ কিংবা অনেকে তাদের মোবাইল থেকে ম্যাসেজ ডিলেট হয়েছে তারা টিকা নিতে তদবীর ও চেষ্টা করতে এসেছিলেন। সবমিলে হাসপাতাল চত্বর ছিল লোকে লোকারণ্য। অনেকের মুখে ছিলনা মাস্ক এবং সামাজিক বা শারীরিক দূরত্বের বালাই ছিলনা সেখানে।