বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামে প্রতিপক্ষের রোষানলে ১২ বছর হামলা মামলায় নিঃস্ব হয়েছে একটি পরিবার। সোমবার বেলা ১১ টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে জিয়ার দখলকৃত পুকুরে বাঁশ মেরে সীমানা নির্ধারণ করেছে চাচাতো ভাই আব্দুর রশিদ। এমন ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিদ্যমান রয়েছে। যেকোনো মুহূর্তে পক্ষদ্বয়ের মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন।
সরে জমিন ও মামলার বিবরণে জানা গেছে গত ১৭-১২ ২০২২ তারিখে কাকবাসিয়া গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে জিয়াউর রহমান সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ২২৭৩/২২ নং একটি পিটিশন মামলা দায়ের করেন চাচাতো ভাই রশিদ গংদের বিরুদ্ধে। মামলাটি দীর্ঘদিন চলমান থাকায় বাদী ধার্যতারীখে আদালতে হাজির না হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়। একই গ্রামের প্রতিপক্ষ আব্দুর রশিদ গাজী খারিজ মামলার আদেশের কপি হাতে পেয়ে তিনি জিয়াউর রহমানের ৩০ বছরের দখলীয় পুকুরে বাঁশ দিয়ে সীমানা নির্ধারণ করেছে। এছাড়া সীমানা নির্ধারণ করার আগেই আলমগীর, আলামিন সহ জিয়াউর রহমানকে দা ও লাঠি নিয়ে ধাওয়া করলে জানের ভয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এ সুযোগে রশিদ গাজী সহ তার ছেলে আলমগীর, আলামিন, স্ত্রী, কন্যা ও ভাই সহ ১০ ২০ জন তার বাড়ি ঘরোয়া করে পুকুর দখলে নিয়েছে বলে জানান জিয়াউর রহমান।
আব্দুর রশিদ বলেন এক যুগ ধরে আমার চাচাতো ভাই জিয়াউর রহমানের অত্যাচারে দিশাহারা হয়ে পড়েছি। হামলা, মামলা, নির্যাতন, জুলুম ও অত্যাচার আমার পরিবারের নিত্য দিনের সঙ্গী বানিয়েছে আমার চাচাতো ভাই। তিনি স্থানীয় প্রশাসন সহ পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।