
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদরে ইজিবাইক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে আশাশুনি টু কোলাঘোলা সড়কের কোদন্ডা আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আশাশুনি সদরের আদালতপুর গ্রামের হোসেন সানার পুত্র নয়ন (৪) তার মায়ের সাথে দোকানে খাবার কিনতে যাচ্ছিল। ঘটনাস্থানে পৌছলে ইটভর্তি একটি ট্রলি হঠাৎ করে পার্শ্ব রাস্তা থেকে মূল সড়কে ওছে।এসময় শ্রীউলার দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সাথে ধাক্কা লাগলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইক শিশুর উপর গিয়ে উঠলে শিশু নয়ন গুরুতর জখম হয়। তাকে দ্রুত আশাশুনি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।