
মাসুদুর রহমান মাসুদ: সাতক্ষীরা জেলার আশাশুনিতে স্ত্রীর হাতে স্বামী নিহত হয়েছে। এ ঘটনায় স্ত্রী আটক হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার প্রতাপনগরে। এ ঘটনায় এখনো মামলা হয়নি তবে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুুতি চলছিল বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে প্রতাপনগর হাইস্কুলের পাশে আরশাদ আলী গাজী নামের এক ব্যক্তির সাথে তার স্ত্রী শাহিদা খাতুনের ঝগড়া হয়। এর জেরে রাতে স্বামীকে কুপিয়ে মারে সে।
স্থানীয় অপর একটি সূত্রে জানা গেছে, গতকাল রাতের খাওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী শাহিদা খাতুন তাঁর স্বামী (তিন পুত্র ও চার কন্যার পিতা) আরশাদ আলী গাজী (৬৫) কে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করেছে। নিহতের ছোট কন্যা শাজিদা রাতের খাওয়ার সেরে তার নিজ ঘরে ঘুমাতে যাওয়ার পর পরই এ ঘটনা ঘটে। স্থানীয় একটি সূত্রের দাবী স্ত্রী শাহিদা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল।
এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মামাতো ভাইকে টাকা পয়সা ধার দেয়া ও ফেরৎ আনাকে কেন্দ্র করে নিহত আরশাদ আলীর সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে আরশাদ আলী তার স্ত্রীকে মারধর করে। পরে ক্ষোভের বশবর্তী হয়ে স্ত্রী শাহিদা তার স্বামীকে হত্যা করে থাকতে পারে।
তিনি বলেন, ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে সন্দেহজনকভাবে অভিযুক্ত হিসেবে স্ত্রী শাহিদা খাতুনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।