
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে গ্রাম পুলিশকে উপহার প্রদান করলেন থানার অফিসার ইনচার্জ। বুধবার দুপুরে থানা চত্বরে উপজেলার দরগাহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কর্মরত শ্রেষ্ঠ গ্রাম পুলিশ উজ্জ্বল কুমারকে এ উপহার প্রদান করা হয়। ওসি মোমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রামপুলিশ উজ্জ্বল কুমার সাজাপ্রাপ্ত আসামীর সন্ধান ও গ্রেফতারী পরোয়ানা তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার ছাড়াও পুলিশের বিভিন্ন গোপনীয় কাজে সহায়তায় করায় গত আগস্ট মাসের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা উপহার প্রদান করা হয়। উপহার প্রদান কালে ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সহ সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।