
আশাশুনি প্রতিবেদক: আশাশুনির অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিতরণ কালে বড়দল ইউপি চেয়ারম্যান উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা পরিষদের সচিব নাজমুল হোসাইন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সাতনদী পত্রিকার আশাশুনি প্রতিবেদক বিএম আলাউদ্দীন, যুবলীগ নেতা পরেশ অধিকারী, তৈবার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন, অফিস সহায়ক আবু নাছিম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।