আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্দোগে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ জামে মসজিদে সভায় সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সামছুর রহমান। মাও: মহিউদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সাতক্ষীরা জেলা ফিল্ড অফিসার হানুজ্জামান। আলোচনায় অংশ নেন, মাও: আবুল কালাম আজাদ, কেয়ারটেকার মোর্তাজুল হক, মাও: আছাদ আলী প্রমূখ। দোয়ানুষ্ঠান পরিচালনা করে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম মাও: আব্দুল গফ্ফার। সভায় আগামী ২০২৩ সালের আগেই নতুন নতুন শিক্ষার্থী সংগ্রহসহ ভর্তি করা, ইসলামের আলো মুসলিমের মধ্যে ছড়িয়ে দিতে নতুন আঙ্গিকে সকলকে এক যোগে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।
আশাশুনিতে শিশু ও গনশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট