
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে নিয়ে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা রিসোর্স সেন্টার ট্রেনিং কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
রিসোর্স সেন্টারের আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন সহকারী শিক্ষককে নিয়ে বাংলা বিষয়ের উপর (৩য় ব্যাচ) ৬ দিনের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। ইউআরসি ইন্সট্রাক্টর এম এম ঈমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপি ফারুক হোসেন, প্রধান শিক্ষক এস এস আলা উদ্দিন, সহকারী শিক্ষক প্রনীতা রায়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্বে আছেন আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলা উদ্দিন ও জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেলা সুলতানা। কোচ পরিচালকের দায়িত্বে আছেন ইউআরসি ইন্সট্রাক্টর এম এম ঈমান উদ্দিন।