
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, রিপোর্টার্স ক্লাবের বিএম আলাউদ্দিন প্রমুখ। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।