
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বানারসিপুরে মৎস্য ঘের জবর দখল করে মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ঘের মালিক শহিদ সরদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার চেচুয়া গ্রামের মৃত জালাল উদ্দীন সরদারের ছেলে শহিদ সরদার বাদী হয়ে একই গ্রামের সামছের আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম, আনছার গাজীর ছেলে আশারুল, আক্কাজ গাজীর ছেলে আইজুল, মৃত লাল চাঁদের ছেলে সামসেরকে বিবাদী করে লিখিত অভিযোগে জানাগেছে, বানারসিপুর মৌজায় বানারসিপুর পূর্ব বিলে পৈত্রিক ৩ বিঘা জমিতে বাদীর মৎস্য ঘের আছে। গত ৪ সেপ্টেম্বর রাত্র ১১.৩০ টায় বিবাদীরা দা, কোদাল, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে বেআইনী জনতাবদ্ধে মৎস্য ঘেরের মধ্যে অনধিকারে প্রবেশ করে জবর দখল করে ঘুনি ঝাড়তে থাকে। বাধা নিষেধ করলে বিবাদীরা তাকে এলোপাতাড়ী কিল, ঘুষি মেরে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হাকাইয়া দেয়। এবং ঘেরে বাসা নির্মান করে ঘেরে থাকা বাগদা, গলদা, হরিনা সহ বিভিন্ন প্রজাতির ৭০ হাজার টাকার সাদা মাছ লুটপাট করে নেয়। ঘেরটি বিবাদীদের দখলে আছে। বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতঃ ঘেরটি জবর দখলমুক্ত করতে বাদী জোর দাবী জানিয়েছেন।

