
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন র্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় মৎস্যজীবি সমিতি আশাশুনি উপজেলা শাখা ও উপজেলা ভ‚মি কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
আশাশুনি উপজেলা সড়কে মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি ও উপজেলা ভ‚মি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় জেলা মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি শিবপদ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও ভ‚মি কমিটির সদস্য জি এম মুজিবুর রহমান, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবুল কালাম আজাদ, সদস্য কল্যানী রানী সরকার, উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের এপিসি বিলকিস খাতুন, সেন্ট্রাল ম্যানেজার শফিকুল ইসলাম ও এফটি সমীর কান্তি বাছাড়। সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে মৎস্যজীবি সমিতির কুল্যা সেক্রেটারী রবিউল ইসলাম, আনুলিয়া সভাপতি রেজাউল ঢালী, মৎস্যজীবি নেতা ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মানবন্ধন শেষে র্যালী বের করা হয়। র্যালী শেষে জলমহাল নীতিমালা-২০০৯ অনুযায়ী জলমহালে মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্ঠা, সাগর ও সমুদ্র উপক‚লীয় নদনদী, খাল-বিলে মাছধরা নিষিদ্ধকালীন সময়ে সহায়তা প্রদান, উন্মুক্ত ও বন্ধ জলমহাল থেকে অবৈধ দখল উচ্ছেদ, এসএ ম্যাপ অনুযায়ী জলমহালের সীমানা চিহ্নিত ও তফশীল হালনাগাদ এবং সরকারি নির্দেশনা মোতাবেক মৎস্যজীবি জেলেদের তালিকা হালনাগাদ ও বাদপড়া জেলেদের তালিকা করার দাবী সম্বলিত স্মারকলিপি ইউএনও অফিসে ও মৎস্য কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়।