
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন সার ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বুধহাটা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে বিএডিসি সার ডিলার এবং সার ও কীটনাশক ব্যবসায়ী মেসার্স সোভা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী বিভাষ দেবনাথ, মেসার্স গাজী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন ও মেসার্স সরকার কৃষি ভান্ডারের স্বত্ত্বাধিকারী লিয়াকত আলি এদের প্রত্যেককে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, এসএপিপিও আঃ গনি প্রমুখ উপস্থিত ছিলেন।