
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: সাতক্ষীরা জেলা যুব ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একলাছুর রহমান, যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ইবনুল নাসিফ, সাতক্ষীরা জেলা যুব ফোরামের সভাপতি মোঃ রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান, যুগ্ম সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ সাকিনুর রহমান মুন্নাসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সমাজসেবা ও সাহায্য ফাউন্ডেশন।