
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ১৬ ডিসেম্বর’২২ মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মিজানুল ইসলাম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর হোসেন, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল হক, নির্বাচন অফিসার সিকদার মু. কামরুজ্জামান, সহকারি মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, পুজা উদযাপন পরিষদের সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার প্রদীপ মন্ডল, আনছার ও ভিডিপি প্রশিক্ষিকা খাদিজা খাতুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কুমার মন্ডল, প্রভাষক সজল কুমার আঢ্য প্রমূখ। সভায় আগামী ১৬ ডিসেম্বর’২২ মহান বিজয় দিবস উদযাপনের জন্য ২০১৯ সালের বিভিন্ন কর্মসূচী ও কমিটির সাথে সংগতি রেখে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।