মাসুদুর রহমান মাসুদ: আশাশুনিতে ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হয়েছে। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর আলিফ রেজা বাজার ।
এ সময় তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে আশাশুনি সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষ যাতে শাকসবজি কাঁচামালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বাড়িতে থেকে ক্রয় করতে পারে তার জন্য এই ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। তাই ইউনিয়নের সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং সরকারি নির্দেশ মেনে চলুন।
এ সময় সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা (ট্যাগ অফিসার) শ্বশ্মান কুমার মন্ডল, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্যানেল চেয়ারম্যান শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।