
নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে চিংড়ী মাছে পুশ করার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা ও পুশকৃত চিংড়ী মাছ বিনষ্ট করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা শনিবার সকালে আশাশুনি সদরের শীতলপুর মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা ও মাছ বিনষ্ট করা হয়।
আদালতে চিংড়ীতে অপদ্রব্য পুশের অপরাধে কমলাপুর গ্রামের করিম ঢালীর পুত্র নুর হোসেনকে ১ হাজার টাকা, কালিপদ’র পুত্র ভোলানাথকে ১ হাজার টাকা, করিম শেখের পুত্র কামরুল হোসেনকে ৫০০ টাকা ও জব্বার সরদারের পুত্র আলতাফ হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দকৃত অপদ্রব্য পুশকৃত প্রায় ৪০ কেজি বাগদা চিংড়ী গাড়ির চাাকয় পিষ্ট করে বিনষ্ট করা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্য তার সাথে উপস্থিত ছিলেন।