আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় ৫টি মামলায় ভ্রাম্যমান আদালতে সর্বমোট ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রহমান স্টোরের মালিক আহমেদ আলীকে ১ হাজার টাকা, আলমগীর হার্ডওয়ার এর মালিক আলমগীর হোসেনকে ১০০ টাকা ও আরাফাত স্টোরের মালিক রবিউল ইসলামকে ৫০০ টাকা, বাপ্পি স্টোরের মালিক হারুন-অর-রশীদকে ৫০০ টাকা, রইচ স্টোরের মালিক রইচউদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় অফিস সহকারি মোস্তফিজুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পূর্ববর্তী পোস্ট