
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্য ও মাস্ক না পরার অপরাধে ৬ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ মে) উপজেলার বুধহাটা ইউনিয়নে এ আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানার নেতৃত্বে বুধহটা বাজার ও কুল্যার মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকরা হয়। এসময় বুধহাটা বাজারের মাষ্টার ওয়াচের মালিক আলাউদ্দিনকে ৫০০ টাকা, মিম টেলিকম এর মালিক আনিছুর রহমানকে ৫০০ টাকা, অভিজিৎ স্টোরের মালিক নিত্য বিশ্বাসকে ৫০০ টাকা, লাইফ লাইন মেডিকেল হলের মালিক রবীন কুমারকে ৫০০ টাকা, মাস্টার হোমিও হলের মালিক শরিফুজ্জামানকে ৫০০ টাকা ও মা এন্টার প্রাইজের মালিক ফয়সাল ইসলামকে ৫০০ টাকা মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।