
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার বড়দলে খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড়দিন ও নববর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর ক্যাথলিক চার্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা প্রমূখ। জামালনগর গির্জা কমিটির আয়োজনে অতিথিবৃন্দ যীশু খৃষ্টের জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, গির্জা কমিটির সভাপতি মাষ্টার লালন সরকার।