
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার মিত্র তেঁতুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ গোলাম ইদ্রিসের মৃত দেহকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা তাকে দাফন করা হয়।
একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মিত্র তেঁতুলিয়া পিএসএফ মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক ও একই বিদ্যালয়ের এসএমসি সভাপতি গোলাম ইদ্রিস বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত্র ৩ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শুক্রবার মরহুমের নামাজে জানাযা ও গার্ড অব অনারের মাধ্যমে রাস্ট্রীয় মর্যাদায়ে দাফন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ, পিএসএফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবু সাদেক, আবু সাইদ ঢালী, জুলফিকর আলি জুলি, জাহাঙ্গীর আলম টুকু, সাবেক প্রধান শিক্ষক আঃ হামিদ, মুক্তিযোদ্ধা কওছার আলি, সাহেদ আলি, মনোঞ্জন সরকার, কেসমত আলি প্রমুখ উপস্থিত ছিলেন। জানাযা নামাজে ইমামতি করেন, শাহনগর জামে মসজিদের ইমাম মাওঃ নুরুজ্জামান। মৃতকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।