
মাসুদুর রহমান মাসুদ: আশাশুনিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। “মহামারি কোভিড-১৯ প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে দিবসটি উপলক্ষে আশাশুনি বিআরডিবি মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম প্রমূখ। । স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ জয়ব্রত ঘোষ। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুল্লাহ রহমানের সঞ্চালনয় অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিগত এক বছরের কাজের মূল্যায়নের ভিত্তিতে স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী রেনুকা রানী, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা অন্তরা আফরোজ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক আছাদুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এসএম শাহরিয়ার কবির কল্লোল, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বুধহাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ আশাশুনি সদর ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।