
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলার বুধহাটা ও আশাশুনি ইউনিয়নের কৃষকদের মাঝে এ কৃষি বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় সদর ইউনিয়নের ৪৫০জন ও বুধহাটা ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড (এসএল-৮-এইচ) জাতের বীজ বিতরণ করা হয়।