
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) বেলা ১১.৩০ টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) আশাশুনির সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্র্যাক সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবির। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আশাশুনির অফিসার নাজির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার সকল ইউনিয়নে বাল্য বিবাহ এর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধে করনীয়তা, ব্র্যাকের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।