
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনিতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ‘ক’ গ্রুপ, ৯ম থেকে ১০ম শ্রেণি ‘খ’ গ্রুপ ও একাদশ ও দ্বাদশ শ্রেণি ‘গ’ গ্রুপে বিভক্ত হয়ে গণিত ও কম্পিউটার, ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ এবং বিজ্ঞান বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক গ্রুপ থেকে সেরা একজনকে পুরস্কৃত করা হবে এবং জেলা পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পাবে। বিচারকের দায়িত্ব পালন করেন, শ্যামনগর উপজেলার বিষিয় ভিত্তিক ৫ জন শিক্ষক। একই ভাবে আশাশুনির ৫ জন বিষয় ভিত্তিক শিক্ষক শ্যামনগরে বিচারকের দায়িত্ব পালন করেন।