
সচ্চিদানন্দদেসদয়,আশাশুন থেকে: আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৭ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন ও সকল ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন: দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শিশু কিশোরদের নিয়ে জন্মদিনের কেক কাটা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসি (ল্যান্ড) শাহীন সুলতানা, ওসি মমিনুল ইসলাম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পিআইও সোহাগ খান প্রমুখ। এছাড়া মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ: জন প্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা করা হয়। ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যয়ালি বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী শম্ভুজিৎ কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্না, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, স্বেচ্ছাসবেকলীগ সভাপতি সাহেব আলি, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু, মতিলাল সরকার, জবেদ আলি, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ৭২ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
বড়দল ইউনিয়ন পরিষদ: বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিবসও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নবনির্মীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃশ্য ও বৃহত আকৃতির ম্যুরাল উন্মোচন করা হয়। উন্মোচন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দসহ আওয়ামীলীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে জন সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ওসি মমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আকের আলী গাজী, ছাত্রলীগ নেতা আসমাউল হুসাইন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি মহসিন আলী লিটন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম নূর মোহাম্মদ, গীতা পাঠ করেন শিক্ষক নিমাই চাঁদ সরকার ও বাইবেল থেকে পাঠ করেন জেল আচারী।
বড়দল ইউনিয়ন আ.লীগ সহযোগি সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদ: জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা করা হয়। ইউনিয়ন আ.লীগ সভাপতি নিরঞ্জন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলি, ইউনিয়ন আ.লীগ সেক্রেটারী আঃ রহমান ফকির, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ জবেদ আলি, আকের আলি, আঃ ওহাব, আঃ ওহাব মোল্যা, বিল্লাল হোসেন, আকবর আলী, রুহুল আমিন, বজলুর রহমান, আঃ খালেক,. আঃ গফুর, আ.লীগ নেতা শফিকুল ইসলাম, মনীন্দ্র নাথ, অলোক কুমার,ম লাল্টু মোল্যা, মুক্তযোদ্ধা সন্তান সংসদ সেক্রেটারী নুরুজ্জামান, সভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজীজ গাজী, সেক্রেটারী নুরুজ্জামান, শ্রমিকলীগ সভাপতি হাকিম গাজী, তরুন লীগ সভাপতি বেলাল মালী প্রমুখ। বিকালে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি সরকারি কলেজ: অন্যান্য কর্মসূচির পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উদডাপন কমিটির আহবায়ক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সোহেল উদ্দীন।
গদাইপুর মৌলভী আব্দুল লতিফ কলেজ: জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের কলেজের প্রভাষকবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়: জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা করা হয়। এসএমসি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আঃ রহিম, শিক্ষক হিরক কুমার, আজিজুল ইসলাম, শিলা পারভিন, জয়ন্তি রানী বৈরাগী প্রমুখ।