
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) তৃতীয় দিনের খেলায় দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় বিপুল দর্শক সমাগমে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও কাদাকাটি ইউনিয়ন ফুটবল একাদশ গোলশূলণ্য ড্র করলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দরগাহপুর দল ৫-৪ গোলের ব্যবধানে কাদাকাটি ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আহছানুর রহমান আছু। সহযোগি রেফারী ছিলেন বাবলু ও পিন্টু। ধারাভাষ্যে ছিলেন শেখ আজমুল হোসেন ও শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, মেম্বার রমজান আলি, গোলাম মোস্তফা, মুজিবুর রহমান, শেখ মতলুবুর রহমান, ডাঃ ফারুক হোসেন, বআলহাজ¦ আাঃ হান্নান, জাহাঙ্গীর আলম মিতু, সাংবাদিক শেখ হিজবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।