
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনিতে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে। সোমবার সকালে বিআরডিবি মিলনায়তনে আইডিয়ালের আয়োজনে, লিলিয়েন ফন্ডস’র অর্থায়নে ও ডিআরআরএ’র সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ। আইডিয়ালের প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে ফিল্ড সুপারভাইজার সুব্রত বাছাড়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরডিও বিশ্বজীৎ কুমার ঘোষ, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক সমীর রায়, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, আলোচনা শেষে ২২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা উপকরণ (চশমা, হেয়ারএইড, ম্যাগনেফাই গ্লাস ও ফোল্ডিং ওয়াকার) বিতরন করা হয়।