আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কাদাকাটিতে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবাল বেলা ১১টায় কাদাকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এফসিডিও এবং ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে পিপিইপিপি এর অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর বাস্তবায়নে ও উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবিরের সভাপতিত্বে এসময় আশাশুনি প্রেসক্লাব সদস্য এম এম নুর আলম, ইউপি সচিব মনজুরুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান বাবু, হরেকৃষ্ণ মন্ডল, অনুকূল চন্দ্র বাছাড়, শাহ গোলাম মোস্তফা, আইয়ূব আলী, শ্বাশ্বতী রাণী সরকার, কাকলী রাণী সরকার, টেকনিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ সহকারী টেকনিক্যাল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। টেকনিক্যাল অফিসার রাজিয়া সুলতানার সঞ্চালনায় এসময় পিবিসি এর সদস্য ও জনপ্রতিনিধিদেরকে প্রকল্পের বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।
আশাশুনিতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট