
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শোভনালীতে পুষ্টি বিষয়ক দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ইউনিয়নের বদরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনজিও মৌমাছি এডোলেসেন্ট টিম-এর সদস্যদের পুষ্টি বিষয়ক দক্ষতাবৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে। মৌমাছি সভাপতি মানিক চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে অনলাইন এর মাধ্যমে প্রশিক্ষণ পরিচালনা করেন, রিসোর্স পার্সন কেয়ার বাংলাদেশ, এডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং কালেক্টিভ ইমপ্যাক্ট ফর নিউট্রিশন হেলথি ইউনিট এর সিনিয়র টেকনিক্যাল কোর্ডিনেটর মোহাম্মদ হাফিজুল ইসলাম। এনজিও মৌমাছি’র বাস্তবায়নে প্রশিক্ষণ কার্যক্রমে পুষ্টি সম্পর্কে সম্মিলিত একটি আন্দোলন এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন বিষয়ে মৌমাছি এডোলেসেন্ট টিম ২০৩০ এর সদস্য এবং মাধ্যমিক ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়। এডোলেসেন্ট টিমের মধ্যে কথা বলেন, সুমন মল্লিক, অপু মল্লিক, রাখি মন্ডল, অষ্টমী মাহাতো, মরিয়ম খাতুন, শিউলি মন্ডল, জগদীশ দাশ, কাকুলি মন্ডল, সোমনাথ দাশ, প্রণব মন্ডল, অনামিকা সরকার, শিব শংকর দাশ, সৌরভ দাস, অমিত মল্লিক, বিপ্র মন্ডল এবং মৌমাছির কোষাধ্যক্ষ মুকুল ইসলাম ও কামাল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।