
আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই অনাথ মিত্র, এসআই রাজীব মন্ডল, এসআই ফয়সাল অভিযান চালিয়ে মামলা নং-২০(৭)২৪ এর তদন্তেপ্রাপ্ত আসামী শোভনালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বৈকরঝুটি গ্রামের মৃত আনসার উদ্দীন গাজীর ছেলে আব্দুল করিম, সিসি- ০৯/২৩ এর আসামী দরগাহপুর গ্রামের মৃত এলাহি বক্স গাজীর ছেলে ফজলুর রহমান গাজীকে, সিআর-২০৫/২৪ এর আসামী একই গ্রামের শেখ বেলায়েত হোসেনের ছেলে শেখ মাহমুদুর রহমান ও সিআর-২৫৬/২৪ এর আসামী রামনগর গ্রামের আঃ রব গাজীর ছেলে নয়ন গাজীকে এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।