আশাশুনি ব্যুরো: আশাশুনিতে পুলিশী অভিযানে ৫ আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে মঙ্গলবার এএসআই মিলন হোসেন সঙ্গীয় এসআই গাজী নূর নবী, এএসআই সাইফুল ইসলাম এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম গাঁজাসহ উপজেলার বেউলা গ্রামের কেনাপদ বিশ্বাস এর ছেলে গোলাম বিশ্বাসকে তার বাড়ীর সামনে থেকে হাতেনাতে আটক করেন। পরে এসংক্রান্ত মাদকদ্রব্য আইনে ১২(৯)২০২০ মামলা রুজু করা হয়।
অপরদিকে, এএসআই দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-১৩/১৫ (ওয়ারেন্ট) মূলে গোদাড়া গ্রামের মোস্ত মোল্যার ছেলে আঃ রশিদ মোল্যা এবং একই গ্রামের রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড়কে নিজ নিজ বাড়ী থেকে আটক করেন। এছাড়াও এএসআই নজিমউদ্দীন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-৩২২/১৯ ওয়ারেন্টের আসামী পাইকগাছা উপজেলার ঢেমসাখালী গ্রামের মৃত মোহর গাজীর ছেলে মনি গাজীকে তার শ্বশুর আশাশুনি উপজেলার খালিয়া গ্রামের রফি সানার বাড়ি থেকে এবং জামালনগর গ্রামের মোমিন সরদারের ছেলে ফরিদুল সরদারকে নিজ বাড়ী থেকে আটক করেন।
আটককৃত আসামীদেরকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।