
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই বিজন কুমার সরকার নিয়মতি মামলা ৬(১১)/১৯ এর আসামী গাবতলা গ্রামের নিতাই চন্দ্র সরদারের পুত্র দেবব্রত সরকার, মৃত হাজারী লাল দাশের পুত্র অনির্বান দাশ (গোবন্ধন), মৃত রামপদ দাশের পুত্র রাজেশ্বর দাশকে গ্রেফতার করেন। এএসআই শাহ জামাল পৃথক অভিযানে সিআর-১০৯/১৯ (ওয়ারেন্ট) আসামী নছিমাদাবাদ গ্রামের রাজ্জাক মোড়লের পুত্র কামালকে গ্রেফতার করেন।