আরিফুল ইসলাম আশা: বোমা কিনবার ভান করে বাড়িতে পৌছাতেই গোয়েন্দা পুলিশের একজন এসআইকে মারপিট করে পালিয়ে গেছে দুর্র্ধষ সন্ত্রাসী দিদারুল আলম রাব্বি। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় সন্ত্রাসী রাব্বির বাড়ি তল্লাশি করে দুইটি তাজা বোমা পাওয়া যায়। পুলিশ রাব্বির ভাই শাহরিয়ারকে বোমাসহ আটক করে। রাব্বির বিরুদ্ধে আশাশুনি থানায় ১৩ টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফরিদ হোসেন, এ এস আই জসীমউদ্দিন, এ এস আই প্রদীপ কুমার ও এ এস আই ইদ্রিস আলিসহ ডিবি পুলিশের একটি দল আশাশুনির গদাইপুর এলাকায় অভিযান চালাই। এসময় দুটি তাজা বোমাসহ গদায়পুরের ইনামুল হকের ছেলে, শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে আটক করা হয়। মামলা দিয়ে তাকে আদালতে পাঠনোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, আজ তালার ডুমুরিয়া গ্রামের আবু জাফরের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপ গানও জব্দ করা হয়েছে।