বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে ৫ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মো রফিকুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, পল্লী বিদ্যুতের ডিজিএম নৃপেন্দ্রনাথ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম, সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
এ সময় বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সোনালী ব্যাংকের ম্যানেজার তাপস দেবনাথ ও প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বক্তারা বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা যে যেখানে থাকি না কেন সবাইকে ন্যয়নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের বদলি মেয়াদকাল এর মধ্যে হয়ে থাকে। এটা নিয়ে দুঃখ পাওয়ার কোন কিছু নাই। আমরা দোয়া ও আশীর্বাদ করি আপনাদের ভবিষ্যৎ কর্মময় জীবন সুখ শান্তিতে ভরে উঠুক।