আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলায় করোনা ভাইরাসের ২য় ঢেউ থেকে মানুষকে রক্ষা করতে পুলিশের পক্ষ থেকে পথচারিসহ ড্রাইভারদের মাঝে মাস্ক বিতরণ করেছে। সোমবার (১৪ জুন) সকালে আশাশুনি টু সাতক্ষীরা সড়কে এ মাস্ক বিতরণ করা হয়।
চলমান কঠোর লকডাউনে আশাশুনি থানা পুলিশ রাস্তায় বাঁশ ও বেঞ্চ ফেলে যানবাহনে তল্লাশী চালাচ্ছে। অপ্রয়োজনীয় যান চলাচল রুখতে ও অহেতুক মানুষের যাতয়াত বন্ধ করতে তল্লাশী চালান হচ্ছে। সাথে সাথে বাড়ি থেকে সরকার নির্দেশ অমান্য করে বা লকডাউনের বিধি নিষেধ পালনে অবহেলা প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় মালবাহী গাড়ী চালকদের মাঝে মাস্ক বিতরণ করে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হয়।