আশাশুনি ব্যুরো: আশাশুনিতে নারী জীবিকায়ন দলের সদস্যদের মাঝে নগদ অনুদান বিতরণ উদ্বোধন ও মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ কার্যক্রম উদ্বোধন ও মতবিনিময় সভা করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ উদ্বোধন করেন। উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ (জিসিএ) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর। অনুষ্ঠানে ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, মধুমতি ব্যাংকের প্রতিনিধি ও ইউএনডিপি প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় আশাশুনির বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ৮ শত ৬৮ জন উপকারভোগিকে ২ হাজার ৫ শত টাকা করে অনুদান প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে উদ্বোধনী দিনে ৩৪ জনকে ২ হাজার ৫ শত টাকা করে অনুদান প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়।
আশাশুনিতে নারীদের মাঝে অনুদান বিতরণ ও মতবিনিময়
পূর্ববর্তী পোস্ট