
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনিতে নকল দুধ তৈরি করার সময় ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের হাবাসপুর গ্রামের অশোক কুমার ঘোষের ছেলে কোমল ঘোষ দুধে ভেজাল মিশ্রিত কালে হাতেনাতে ধরা পড়ায় ভেজাল বিরোধী অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে ১০ কেজি সুপার পাম্প তেল, ৫ কেজি ময়দা ও একটি ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়। এছাড়া বুধহাটা বাজারে শ্রী দুর্গা স্টোরের প্রোপাইটর প্রহ্লাদ বিশ্বাস তার দোকানে মূল্য তালিকা না থাকায় ৫০০ টাকা এবং মাতৃ স্টোর প্রোপাইটর নীলকন্ঠ সাধুকে হাইড্রোস এবং খাবারের রং বিক্রয়ের অপরাধে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিকালে কচুয়া গ্রামের দুধ ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান, প্রোসিকিউটিং হিসাবে দায়িত্ব পালন করেন আশাশুনি স্যানিটারী ইন্সপেক্টর ও (দায়িত্বপ্রাপ্ত) নিরাপদ খাদ্য পরিদর্শক জিএম গোলাম মোস্তফা, পুলিশ সদস্য, ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান, নিরাপদ খাদ্য বিভাগের অফিস সহকারি মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।