আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বাজার মনিটরিং করেছেন। শনিবার বিকালে তিনি আশাশুনি সদর বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, বাজারে কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ও সেন্টিগেডের মাধ্যমে কোন অসাধু ব্যবসায়ী যদি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে কেউ যদি ব্যবসায়ীদের কাছে প্রকাশ্য এবং গোপনে চাঁদা দাবি করে তাহলে তাৎক্ষণিকভাবে আমাকে ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। প্রমান সাপেক্ষে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এ সময় সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, সাংবাদিক বিএম আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এসিল্যান্ডের বাজার মনিটরিং
পূর্ববর্তী পোস্ট