
সচ্চিদানন্দদেসদয়: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন কেক টাকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি কৃষি অফিস সম্মেলন কক্ষে আশাশুনি দৃষ্টিপাত পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি এম এম নুর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, মফস্বল বার্তা সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সহ-সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, শ্রমিকলীগের সভাপতি ঢালী শামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আশাশুনি সরকারী কলেজের প্রভাষক ও আশাশুনি থানা জামে মসজিদের ইমাম হাফেজ বাকী বিল্লাহ, প্রভাষক জহুরুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, সোনার বাংলা ফাউন্ডেশন পরিচাললক এসকে মাহফুজার রহমান, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এসএম আহসান হাবীব, এডিএস প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় এসময় শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক তথা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের আশাশুনি ব্যুরো জিএম আল ফারুক।