
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৮ ব্যক্তিকে আটক করেছে থানাপুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পিএসআই সঞ্জীব সমদ্দার এএসআই নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে আনুলিয়া ইউনিয়নের বিছট এলাকা থেকে ২০ পিস্ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন গরালী গ্রামের মৃত আলী হোসেন গাজীর ছেলে ওমর ফারুক ও গফ্ফার গাজীর ছেলে রুবেল গাজী। এঘটনায় তাদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানায় ১১(৯)১৯ নং একটি মামলা দায়ের করেছে পুলিশ।
এছাড়া একই রাতে এএসআই জয়নাল মোল্লা বকচর গ্রামের শফিকুল সানার ছেলে সিআর-৬২/১৯ নং মামলার আসামী সুজনকে এএসআই পূর্ণানন্দ হরি কাপসন্ডা গ্রামের নওয়াব আলী সানার ছেলে সিআর-৩১৬/১৯ নং মামলার আসামী নজরুল সানা ও তার মেয়ে জামিলাকে, এএসআই কায়ছারুল ইসলাম প্রতাপনগর গ্রামের ছোহরাফ সরদারের ছেলে সিআর-১০৫/১৮ নং মামলার আসামী মারুফ ও তার স্ত্রী জোহরা খাতুনকে ও এএসআই পূর্ণানন্দ হরি আগরদাড়ি গ্রামের আনছার আলী সরদারের ছেলে জিআর-৮৬/১৯ নং মামলার আসামী জাকিম হোসেনকে আটক করেন।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।